বঙ্গবন্ধুর সমাধিতে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্ রাহিমের শ্রদ্ধা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩


বঙ্গবন্ধুর সমাধিতে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্ রাহিমের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্ রাহিম | ছবি-দৈনিক জনবাণী।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্ রাহিম।


শনিবার (১০ জুন) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যান এনগুয়েন বঙ্গবন্ধুর সমাধিতে পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করে  শ্রদ্ধা নিবেদন করেন।


সফরসঙ্গী হিসেবে এসময় স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ডা. মো. সারোয়ার বারী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো.সরোয়ার হোসেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মাসুম পাটোয়ারী।


আরও পড়ুন: জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা


গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক,সিনিয়র সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, সাবেক পৌর মেয়র ইলিয়াছ হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও  বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের শ্রদ্ধা


পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর তারা বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।


এরপর সচিব মুহম্মদ ইব্ রাহিম গোপালগঞ্জ জেলায় চলমান "প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসিপি)" শীর্ষক প্রকল্প সহ স্থানীয় সরকার বিভাগের আওতায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি গোপালগঞ্জ পৌরমেয়র শেখ রকির, কাউন্সিলর বৃন্দ ও পৌর কর্মকর্তাদের সাথে চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মত বিনিময় করেন। 


জেবি/এসবি