Logo

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩ ডাকাত সদস্য গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৩, ০৩:৩৫
26Shares
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩ ডাকাত সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

Paribahan and Nadia Deluxe are two passenger carriers

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গণডাকাতির মামলায় ৩ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শুক্রবার (৯ জুন) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি ধারালো হাসুয়া, ১টি দা, ১টি স্বয়ংক্রিয় ডিজেল চালিত করাত ও লুট করে নেয়া ২৫ হাজার ৩৪২ টাকা উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো, আলমডাঙ্গার সাল নওদা বন্ডবিল গ্রামের মন্টু আলীর ছেলে মোহাম্মদ সজীব হোসেন ফজা (২৩), বেলগাছি গ্রামের শহিদুলের ছেল সোহেল (২২) ও ফরিদপুর গ্রামের বাবুল শেখের ছেলে রনি (২০)।

বিজ্ঞাপন

শনিবার(১০ জুন) দুপুরে জেলা পুলিশের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান, বৃহস্পতিবার ভোররাতে আলমডাঙ্গার বন্ডবিল গেইটে সড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহন ও নদীয়া ডিলাক্সের দুটি যাত্রীবাহী বাসে গণডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে বাসযাত্রীদের কাছ থেকে ৮ লাখ ৬৯ হাজার টাকা লুট করে নেয় ডাকাত দল। এ ঘটনার পর অভিযানে নামে পুলিশের একাধিক টিম। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ এবং ডাকাত দলের তথ্য সংগ্রহ করে প্রথমে নিজ বাড়ি থেকে রনিকে গ্রেফতার করা হয়। 

তিনি আরোও বলেন, এসময় তার কাছ থেকে একটি দা উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তিতে গ্রেফতার করা হয় সজিব হোসেন ফজা ও সোহেলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেও উদ্ধার করা হয়েছে ২টি ধারালো হাসুয়া ও একটি ডিজেল চালিত করাত। একইসাথে উদ্ধার করা হয় লুণ্ঠিত ২৫ হাজার ৩৪২ নগদ টাকা। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এর মধ্যে সজিব হোসেন ফজার বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও পার্শবর্তী বিভিন্ন থানায় অন্তত ১০ টি মামলা রয়েছে। এছাড়া গতরাতে ডাকাতির প্রস্তুতিকালে আরও ৩ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD