বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫৬ পিএম, ১০ই জুন ২০২৩


বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার  ভারত- বাংলাদেশি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম জিন্নাত আলী (৫৫)।


শনিবার (১০ জুন) উপজেলার ধর্মগড় চেকপোস্ট এলাকার নাগর নদীর তীরে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত জিন্নাত আলী চেকপোস্ট কলোনি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।


আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল যুবকের


রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, ঘাস কাটতে গেলে জিন্নাত আলীকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। গুলি তার পেটে লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।


আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের


বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, “আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।”


জেবি/এসবি