সাবেক স্ত্রীর ভাইকে কুপিয়ে হত্যা, ঘরে আগুন, আত্মহত্যা চেষ্টা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সাবেক স্ত্রীর ভাইকে কুপিয়ে হত্যা, ঘরে আগুন, আত্মহত্যা চেষ্টা

রংপুরের পীরগাছায় তালাকের ঘটনাকে কেন্দ্র করে সাবেক স্ত্রীর বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছেন মিজানুর রহমান সুফিয়ান (৩৫) নামের এক যুবক। এ সময় তালাকপ্রাপ্ত স্ত্রীকেও কুপিয়ে আহত করেন তিনি। পরে সাবেক স্ত্রীর বাবার বাড়িতে আগুন ধরিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের মকরমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছেন, রোকনের বোন সুমি খাতুনকে (৩৩) প্রায় আট বছর আগে ভালোবেসে বিয়ে করেন একই ইউনিয়নের সুবিদ গ্রামের দুদু মিয়ার ছেলে সুফিয়ান। তাদের একটি ছয় বছরের মেয়ে সন্তান রয়েছে। কিন্তু প্রথম থেকেই এ বিয়ে মেনে নিতে পারেননি সুমির বড় ভাই রোকনুজ্জামান রোকন। পারিবারিকভাবে বনিবনা না হওয়ায় বছরখানেক আগে সুফিয়ানকে তালাক দিয়ে ঢাকায় চাকরি করতে চলে যান সুমি। শিশুটি থাকতো নানির কাছে। এরপরও সুমিকে ফিরিয়ে আনার চেষ্টা করলে প্রতিবারই সুফিয়ানকে বাধা দেয় রোকন। এতে সাবেক স্ত্রীর বড় ভাইয়ের প্রতি তার ক্ষোভ তৈরি হয়।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক সংবাদমাধ্যমকে জানিয়েছনে, সুফিয়ানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর সুমি ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় চাকরি নেন। নিজের মেয়েকে দেখার জন্য বাবার বাড়িতে এসেছিলেন তিনি।

তিনি বলেন, সন্ধ্যায় তার ভাই রোকনের মোটরসাইকেলে এলাকার চৌধুরানী বাজারের দিকে যাচ্ছিলেন সুমি। পথে সুফিয়ান গতিরোধ করে রোকনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় রোকনকে বাঁচাতে সুমি এগিয়ে এলে তাকেও কোপান সুফিয়ান। এক পর্যায় স্থানীয়রা এগিয়ে গেলে সুফিয়ান পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রোকন মারা যান। সুমিকে রংপুর মেডিকেল পাঠানো হয়েছে।

আব্দুল মালেক আরও বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি।

এসএ/