জলঢাকায় তুরিন আফরোজ ফাউন্ডেশনের চক্ষু শিবির


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩


জলঢাকায় তুরিন আফরোজ ফাউন্ডেশনের চক্ষু শিবির
ছবি: জনবাণী

নীলফামারীর জলঢাকায় অসহায় দুস্থ্য মানুষের কল্যাণে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের সৌজন্যে শুরু করা হয়েছে বিনামূল্যে চক্ষু শিবির। 


রবিবার ( ১১ জুন) সকাল থেকে দিনব্যাপী গোলমুন্ডা সরকার প্রাথমিক  বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রংপুর দর্শনা দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের পরিচালনায় ১১ তম এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। 


চক্ষু শিবিরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। 


এ সময় তিনি বলেন, আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি নারী স্বাস্থ্য সেবা ক্যাম্পের পাশাপাশি চক্ষু শিবির সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে এলাকার সাধারণ অসহায় মানুষ বিনামূল্যে নিতে পাচ্ছেন চক্ষু পরীক্ষা, চশমা, রংপুরে চোখের ছানি অপারেশন, ঔষধ, থাকা, খাওয়া ও যাতায়াত সহ সবকিছুই ফ্রিতে সেবা। 


আরও পড়ুন: পঞ্চগড়ে পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা


দিনব্যাপী অনুষ্ঠিত এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন, গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। 


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক, গোলমুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।


দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ডা. বিথিকা রায়, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ফিল্ড অরগানাইজেশন গোলাম রাব্বানী মুন্না, ও রিফলেকশন মেহেদী হাসান মুন্নাসহ ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের সকল কর্মীরা উপস্থিত ছিলেন।


জেবি/ আরএইচ/