ভারতকে হারিয়ে টেস্টে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩


ভারতকে হারিয়ে টেস্টে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

ভারতকে হারিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া।  রবিবার (১১ জুন)  ফাইনালের পঞ্চম ও শেষদিনে ভারতকে ২১০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কামিন্সবাহিনী।


অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ৪৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পঞ্চম দিনে ভারত ২৩৪ রানে অলআউট হয়। দলের হয়ে সাবেক অধিনায়ক বিরাট কোহলি করেন ৪৯ রান। ৪৬ রান করেন সাবেক সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে। ৪৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা।


 ২১০ রানের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া। দলের জয়ে দুর্দান্ত বোলিং করেন অফ স্পিনার নাথান লিয়ন ও পেসার স্কট বোল্যান্ড। লিয়ন ৪১ রানে ৪ উইকেট শিকার করেন। আর স্কট বোল্যান্ড ৪৬ রানে শিকার করেন ৩ উইকেট। 


ইংল্যান্ডের দ্য ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড (১৬৩) ও স্টিভ স্মিথের (১২১) জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৬৯ রান করে অস্ট্রেলিয়া। 


আরও পড়ুন: মেসি-জ্বরে কাঁপছে চীন!


জবাবে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, মিসেল স্টার্ক  ও ক্যামেরন গ্রিনের গতির মুখে পড়ে ২৯৬ রানেই অলআউট হয়। ভারতের হয়ে  আজিঙ্কা রাহানে সর্বোচ্চ ৮৯ রান করেন। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর করেন ৫১ রান। আর স্পিনিং অলরাউন্ডার রাবিন্দ্র জাদেজা করেন ৪৮ রান।  


আরও পড়ুন: বিয়ে করলেন পেসার হাসান


খেলার প্রথম ইনিংসে ১৭৩ রান লিড পায় অস্ট্রেলিয়া। ১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। দলের হয়ে ৬৬ রানে অপরাজিত ছিলেন অ্যালেক্স ক্যারি। ৪১ রান করে করেন মার্নাসলাবুশেন ও মিচেল স্টার্ক। 


জেবি/এসবি