সড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩


সড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলারের ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের প্রাণহানি হয়েছেন। সকালে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কের বালিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কমপক্ষে ৩জন গুরুতর আহত হয়েছেন।


নিহত ব্যক্তিরা হলেন-  রানীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ গ্রামের আলিম উদ্দীন (৫৫), আরাজি চন্দনচহট গ্রামের আবুল হোসেন (৬৭) ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান (৪৮)।


বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন ।


পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে একটি থ্রি-হুইলার বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কের বালিয়াপুকুর এলাকায় পৌঁছালে পাশের একটি রাস্তা থেকে মোটরসাইকেল নিয়ে সড়কে ওঠে পড়েন সাবেক ইউপি সদস্য মোস্দাফিজুর রহমান। মোটরসাইকেলটি প্রথমে থ্রি-হুইলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছনে থাকা নছিমন এসে থ্রি-হুইলারকে চাপা দেয়। 


আরও পড়ুন: ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন প্রত্যাহার


খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন হাসপাতালে পাঠান।


আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু


থ্রি-হুইলার ও মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং থ্রি-হুইলারের যাত্রী আলিম উদ্দীন ঘটনাস্থলেই মারা যান। এদিকে, চিকিৎসাধীন থাকা অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আবুল হোসেন এবং দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে মোস্তাাফিজুর রহমান মারা যান।


বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আবদুস সোবহান জানান, ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রি–হুইলারটি জব্দ করে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।


জেবি/এসবি