বরিশালে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া হচ্ছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩


বরিশালে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া হচ্ছে
ছবি: সংগৃহীত

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী কামরুল আহসান রুপন কেন্দ্রে থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনেছেন। 


সোমবার (১২ জুন) সকালে আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেওয়া শেষে তিনি এমন কথা বলেন।


কামরুল আহসান রুপন জানান, এখন পর্যন্ত যেটুকু জানি দুটি কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। সেখানে বলা হচ্ছে এজেন্ট কার্ডে প্রার্থীর স্বাক্ষর না হলে হবে না, কিন্তু আমার প্রধান নির্বাচনী এজেন্টের স্বাক্ষর রয়েছে সেখানে। আবার বলা হচ্ছে এজেন্টদের ফরম রাতে কেন দেওয়া হয়নি। 


আরও পড়ুন: জয়ের ব্যপারে আশাবাদী হাতপাখার মুফতি ফয়জুল


ভোট সুষ্ঠু হচ্ছে কিনা প্রশ্নে এ স্বতন্ত্রপ্রার্থী বলেন, এখন পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি রয়েছে। তবে বেলা ১২টার দিকে বলতে পারব অবস্থা কোনো দিকে যাচ্ছে। আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী, মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, আর এজেন্টরা কেন্দ্রে থাকতে পারে ভোটগ্রহণ সুষ্ঠু হবে। চাপিয়ে দেওয়া না হলে যে কোনো ফলাফল আমি মেনে নেব।


জেবি/ আরএইচ/