যমুনা নদীকে ছোট করা হবে না, হাইকোর্টে রিট খারিজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩


যমুনা নদীকে ছোট করা হবে না, হাইকোর্টে রিট খারিজ
ফাইল ছবি

যমুনা নদীকে ছোট করা হবে না, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে এই নিশ্চয়তা প্রদান করায় রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।


সোমবার (১২ জুন) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট এ আদেশ দেন।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। পানি উন্নয়ন বোর্ডের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অরবিন্দ কুমার রায়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজওয়ার পার্থ।


আরও পড়ুন: যমুনা নদীতে ইলেকট্রিক শক মেশিন দিয়ে মাছ শিকার


এর আগে গত ২৮ মে যমুনা নদীকে ছোট করার প্রকল্প সংশ্লিষ্ট সকল নথি তলব করেন হাইকোর্ট। পরে ১১ জুনের মধ্যে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) এসব নথি আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়।


গত ১১ মার্চ ‘যমুনা নদী ছোট করার চিন্তা’ শিরোনামে গণমাধমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি যুক্ত করে চলতি মাসের প্রথম সপ্তাহে হাইকোর্টে জনস্বার্থে রিট করা হয়। 


যমুনা নদী ছোট করার প্রকল্প নেয়ার সঙ্গে জড়িত কর্মকর্তারা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ -এর বিধি ২ অনুসারে অসদাচরণ করেছেন।


জেবি/ আরএইচ/