আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই: তালুকদার আব্দুল খালেক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই: তালুকদার আব্দুল খালেক
ছবি: সংগৃহীত

তৃতীয় বারের মতো খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। জয়ের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি খুলনাবাসীকে শুভেচ্ছা জানাই আমাকে আবার নির্বাচিত করার জন্য। 


সোমবার (১২ জুন) খুলনা শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর তিনি এ কথা বলেন।


তালুকদার আবদুল খালেক বলেন, কয়েকটি মিলকারখানা বন্ধের কারণে অনেক শ্রমিক খুলনার বাইরে চলে গেছেন। সে কারণে ভোটার উপস্থিতি যেমন প্রত্যাশা করেছিলাম, তার চেয়ে কিছুটা কম হয়েছে।


আরও পড়ুন: খুলনার নগরপিতা হলেন তালুকদার আব্দুল খালেক


তিনি বলেন, জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়েছে। আমি খুলনাবাসীর প্রত্যাশা পূরণে শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাবো। আমার দায়িত্বকালে খুলনাকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো।


এর আগে সোমবার নির্বাচন শেষে তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।


জেবি/ আরএইচ/