খুলনার নগরপিতা হলেন তালুকদার আব্দুল খালেক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩


খুলনার নগরপিতা হলেন তালুকদার আব্দুল খালেক
ছবি: সংগৃহীত

খুলনায় সিটি করপোরেশন নির্বাচনের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) অনুযায়ী খুলনার সিটির নগরপিতা হয়েছেন তালুকদার আব্দুল খালেক।


সোমবার (১২ জুন) সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা


খুলনা সিটি নির্বাচনে মোট ২৮৯ টি কেন্দ্রের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী  ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী   মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।


এছাড়া জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়ছেন  ১৮ হাজার ৭৪ভোট,  স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২ ১৮ ভোট, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়ছেন ৬ হাজার ৯৬ ভোট।


আরও পড়ুন: বরিশালের নতুন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ


এদিন সকাল সকাল ৮টা থেকে কোনো বড় ধরনের সংঘাত ছাড়াই অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে বিকাল ৪টায় শেষ হয় নির্বাচন। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় ফল প্রকাশ হয়।


কেসিসি নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।


জেবি/এসবি