বিদ্যালয়ের সীমানা প্রাচীরের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


বিদ্যালয়ের সীমানা প্রাচীরের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন
ছবি: জনবাণী

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩৪নং ঝিলবুনিয়া-কামলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 


মঙ্গলবার (১৪ জুন) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। 


এ সময় মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেকসহ ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও গ্রাম পুলিশের একটি টিম উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানে সহায়তা করেন। 


মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। 


আরও পড়ুন: ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে ৯১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ


৩৪নং ঝিলবুনিয়া-কামলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণের জন্য দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদারদের স্থাপনা সরানোর জন্য সরকারি সকল নিয়ম মেনে নোটিশ ও মৌখিক ভাবে বললেও অবৈধ দখলদাররা কোন কর্নপাত করেনি। 


মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান জানান, কয়েক দফা নোটিশ করলেও দখলদাররা আইন অমান্য করেছে। এ ছাড়াও জুন মাসেরও অর্ধেক শেষ সীমানা প্রাচীর ও গেট নির্মাণের জন্য বরাদ্দের অর্থ এ মাসের মধ্যেই ছাড় করতে হবে। তাই আজ সরকারি সকল নিয়ম মেনে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।


জেবি/ আরএইচ/