জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া: ফখরুল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।


মঙ্গলবার (১৩ জুন) বিকেলে তিনি গণমাধ্যমকে এ কথা বলেছেন।


তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দী করে রেখেছে সরকার। এখন তাকে মেরে মেরে ফেলা প্ররোচনা করছে সরকার।


আরও পড়ুন: সারাবিশ্ব চায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক: ফখরুল


ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থা এতটাই বেশি খারাপ যে কোনো মুহুর্তে যে কোনও কিছু হয়ে যেতে পারে। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া উচিৎ বলে আমি মনে করি।


তিনি বলেন, এ সরকার খালেদা জিয়ার মৃত্যু চায়। তাই তারা অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না। তাকে বিদেশে নিয়ে সঠিক চিকিৎসা দিলে অবস্থার উন্নতি হবে।


জেবি/ আরএইচ/