Logo

সারজিস আলমের বিরুদ্ধে মামলা

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৫, ২৩:১৭
48Shares
সারজিস আলমের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

সারজিস আলমের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর সিএমএম কোর্টে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলা করেন।

বিজ্ঞাপন

জানা যায়, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সারজিসের আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে মামলার বাদী জানান, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সারজিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন। যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলাটি করা হয়।

মামলাটির শুনানি গ্রহণ করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চ সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৭ আগস্ট গাজীপুরের চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন তুহিন হত্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

ফেসবুকে দেয়া পোস্টে সারজিস লেখেন, ‘গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী সন্ত্রাসীরা! আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন।’

সারজিস আলমের এই ফেসবুক পোস্টের জেরেই মামলা করেছেন বিএনপি নেতা তানভীর সিরাজ। তার দাবি, সারজিস আলম বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

সারজিস আলমের বিরুদ্ধে মামলা