ফরিদপুর নদীর কচুরিপানা পরিস্কার কার্যক্রমের প্রস্তুতিমূলক সভা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৮ পিএম, ১৩ই জুন ২০২৩


ফরিদপুর নদীর কচুরিপানা পরিস্কার কার্যক্রমের প্রস্তুতিমূলক সভা
ছবি: জনবাণী

ফরিদপুর জেলার কুমার নদসহ সকল নদ-নদীর কচুরিপানা পরিস্কার সংক্রান্ত এক সভা সোমবার সন্ধ্যা ৭  টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।


ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পিএএ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার ফরিদপুর। 


সভায় কুমার নদসহ সকল নদ-নদীর কচুরিপানা পরিস্কার কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।


আরও পড়ুন: ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার


এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, অমিতাভ বোস, মেয়র ফরিদপুর পৌরসভা, প্রফেসর অসীম কুমার সাহা অধ্যক্ষ সরকারি রাজেন্দ্র কলেজ, কাজী গোলাম মোস্তফা, অধ্যক্ষ সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুর, প্রশান্ত কুমার সরকার জেলা মৎস্য কর্মকর্তা ফরিদপুর, মো. নজরুল ইসলাম সভাপতি চেম্বার অফ কমার্স, ফরিদপুরসহ অন্যান্য সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


জেবি/ আরএইচ/