ভাঙ্গায় স্মার্ট মাদ্রাসা বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময়
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:২২ পিএম, ১৪ই জুন ২০২৩

‘ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে স্মার্ট হলেই হবে না, প্রতিটির মাদ্রাসা শিক্ষার্থীকে জ্ঞানের দিক দিয়েও স্মার্ট হতে হবে’ বলে মন্তব্য করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
ফরিদপুরের ভাঙ্গায় ‘স্মার্ট মাদ্রাসা বিনির্মাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মঙ্গলবার (১৩ জুন) বিকালে ভাঙ্গার পল্লীবেড়া ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য মো. আবু ইউসুফ মৃধার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন।
আরও পড়ুন: ধামরাইয়ে মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালালউদ্দিন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. আসাদুজ্জামান, ভাঙ্গা উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার প্রহলাদ চন্দ্র বিশ্বাস, কাউলিবেড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল হাসনাত দুদুমিয়া , মাদ্রাসা শিক্ষার্থী মাহমুদুল্লাহ ও জান্নাতুল ফেরদৌস।
সভায় ভাঙ্গা উপজেলা সকল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
