গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৪ পিএম, ১৪ই জুন ২০২৩

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।
এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাকিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, ডা. সাদ মাহমুদ জয়সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, আগামী ১৮ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সারাদেশের ন্যায় গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলায় মোট ১ লাখ ৯০ হাজার ৩ শত ১৩ জন (১২—১৯) মাস বয়সী শিশুদের এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এতে জেলার ৫ উপজেলার স্থায়ী ও অস্থায়ী মোট ১ হাজার ৭ শত ১৬ টি কেন্দ্রে ৩ হাজার ৪ শত ৩২ জন স্বেচ্ছাসেবী একযোগে কাজ করবেন বলে জানান তিনি।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
