কিস্তির টাকা তুলতে গিয়ে এনজিওকর্মী খুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩
সাভারে একটি এনজিও সংস্থার বিতরণকৃত ঋণের টাকা তুলতে গিয়ে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন প্রতিষ্ঠানটির এক কর্মচারী। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ভাওয়ালী পাড়া এলাকায় মো. আসাদুজ্জামানের বাসার নিচ থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
নিহত রেজাউল করিম পাবনা জেলার ভাঙ্গুড়িয়া থানার চৌগাছিয়া এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি ব্র্যাক ব্যাংকের ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: স্বামীকে খুনের দায়ে স্ত্রীর যাবজ্জীবন
রাসেল মোল্লা জানান, বিকেলে ভাওয়ালীপাড়ায় আসাদুজ্জামানের বাসার নিচ তলার এক ভাড়াটিয়ার কাছে কিস্তির টাকা সংগ্রহে যান এনজিওকর্মী রেজাউল করিম। পরে ওই বাসার সিঁড়ির নিচে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বরে কল দেয়। পরে মরদেহ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে অন্ডকোষে আঘাত করার কারণে ওই এনজিওকর্মীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
জেবি/ আরএইচ/