ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

আদালতে দোষ স্বীকার করেছেন সেন্ট্রালের দুই চিকিৎসক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩


আদালতে দোষ স্বীকার করেছেন সেন্ট্রালের দুই চিকিৎসক
ফাইল ছবি

সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় করা মামলায় দুই চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনা দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহা দিবা ছন্দা ও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি দুই চিকিৎসকের জবানবন্দি রেকর্ড করেন।


এরআগে, তাদের আদালতে হাজির করে পুলিশ। পরে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।


গতকাল বুধবার সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েছেন এবং নবজাতক সন্তানও মারা গেছে বলে অভিযোগ করেন তার স্বামী ইয়াকুব আলী।


এ ঘটনায় বুধবার (১৪ জুন) ধানমন্ডি থানায় ছয়জনের নামোল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলা করেন ইয়াকুব আলী। এরপরই ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ।


আরও পড়ুন: সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক গ্রেফতার


ওসি বলেন, বুধবার ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ একটি মামলা হয়েছে। মামলায় মোট ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও কয়েকজন ‘অজ্ঞাত’ আসামি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।


তবে মামলায় ডা. সংযুক্তা সাহাকে এজাহারভুক্ত করা হয়নি। ওসি বলেন, তিনি দেশের বাইরে ছিলেন। মামলায় তার নাম উল্লেখ করা হয়নি।


এ বিষয়ে মামলার বাদী আঁখির স্বামী ইয়াকুব আলী গণমাধ্যমকে জানান, আমার স্ত্রীকে যখন ওটিতে ঢুকানো হয় এবং নরমাল ডেলিভারির জন্য চেষ্টা শুরু করা হয়, তখনও আমি সংযুক্তা সাহা হাসপাতালে আছেন কি না জানতে চাই। কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং তিনি চেষ্টা চালাচ্ছেন।

জেবি/ আরএইচ/