শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩

গাজীপুরের শ্রীপুরে কভার্ডভ্যান চাপায় রাহাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে মাওনা উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাহাত মিয়া ময়মনসিংহের গফরগাঁও থানার কুরচাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
মাওনা হাইওয়ে পুলিশ জানায়, শিশুটি তার পরিবারের সঙ্গে মাওনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় একটি কভার্ডভ্যান ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুটিকে চাপা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।
আরও পড়ুন: ফুলবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় পথচারী বৃদ্ধের মৃত্যু
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কংকন কুমার জানান, এ ঘটনায় কভার্ডভ্যানটি আটক করা হয়েছে তবে চালক ও তার সহকারি পালিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমানবলেও জানান তিনি।
জেবি/ আরএইচ/