Logo

দুই চিকিৎসক কারাগারে

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুন, ২০২৩, ০৩:৩১
103Shares
দুই চিকিৎসক কারাগারে
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহা দিবা ছন্দা দুই চিকিৎসকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় করা মামলায় দুই চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহা দিবা ছন্দা দুই চিকিৎসকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

এরআগে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহা দিবা ছন্দা ও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি দুই চিকিৎসকের স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ড করেন।

বিজ্ঞাপন

এর আগে, তাদের আদালতে হাজির করে পুলিশ। পরে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

বিজ্ঞাপন

এর আগে, তাদের আদালতে হাজির করে পুলিশ। পরে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

বিজ্ঞাপন

গতকাল বুধবার সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েছেন এবং নবজাতক সন্তানও মারা গেছে বলে অভিযোগ করেন তার স্বামী ইয়াকুব আলী।

বিজ্ঞাপন

এ ঘটনায় বুধবার (১৪ জুন) ধানমন্ডি থানায় ছয়জনের নামোল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলা করেন ইয়াকুব আলী। এরপরই ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ।

বিজ্ঞাপন

ওসি বলেন, বুধবার ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ একটি মামলা হয়েছে। মামলায় মোট ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও কয়েকজন ‘অজ্ঞাত’ আসামি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে মামলায় ডা. সংযুক্তা সাহাকে এজাহারভুক্ত করা হয়নি। ওসি বলেন, তিনি দেশের বাইরে ছিলেন। মামলায় তার নাম উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে মামলার বাদী আঁখির স্বামী ইয়াকুব আলী গণমাধ্যমকে জানান, আমার স্ত্রীকে যখন ওটিতে ঢুকানো হয় এবং নরমাল ডেলিভারির জন্য চেষ্টা শুরু করা হয়, তখনও আমি সংযুক্তা সাহা হাসপাতালে আছেন কি না জানতে চাই। কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং তিনি চেষ্টা চালাচ্ছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD