সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় একাত্তর টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও বাংলানিউজটুয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জুন) দুপুর ১২ টায় নড়াইল প্রেস ক্লাবের সামনে নড়াইলের সাংবাদিক সমাজ এই বিক্ষোভ ও মানববন্ধন করে।
আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যারকারীদের গ্রেফতারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
নাদিম হত্যার বিচার চেয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাবেক সভাপতি ও দৈনিক ওশানের সম্পাদক এ্যাডভোকেট আলমগীর সিদ্দীকী, নড়াইল কন্ঠে’র সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মলয় কান্তি নন্দি, কার্তিক দাস,সাইফুল ইসলাম তুহিন, বাংলানিউজটুয়েন্টিফোর নড়াইল জেলা প্রতিনিধি এম এম ওমর ফারুক প্রমুখ।
বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

খুলনার রায়েরমহল টু কৈয়া সড়ক সংস্কারের ২ মাস না যেতেই অসংখ্য খানাখন্দ

মহেশপুরে বজ্রপাত থেকে বাঁচতে তালগাছ রোপণের উদ্যোগ

কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার: বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

ঝিনাইদহে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে জরিমানা
