Logo

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুন, ২০২৩, ২২:৪২
43Shares
সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
ছবি: সংগৃহীত

বিষয়টি দৈনিক জনবানীকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে  ভর্তির জন্য বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। এবার এ ইউনিটে  ৬ হাজার ৫০০ সিটের বিপরীতে  আবেদন করেছেন ৩৮ হাজার ৪৯৫ ' জন শিক্ষার্থী। আসন প্রতি লড়বে ৬ জন ভর্তিইচ্ছু শিক্ষার্থী। 

গতকাল শুক্রবার (১৬ জুন) রাতে বিষয়টি দৈনিক জনবানীকে  নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, শনিবার বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল সাড়ে ১০টার মধ্যে। রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু হয়।

যেভাবে অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা (বিজ্ঞান ইউনিট)-

বিজ্ঞাপন

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে।  পরীক্ষা হবে মোট ১২০ নম্বরের। মোট ১০০টি প্রশ্নের জন্য মোট নম্বর হবে ১০০। আর জিপিএর উপর ২০ নম্বর। এতে পাস নম্বর ৪০। যারা ৪০ এর কম নম্বর পাবেন তাদের ভর্তির জন্য বিবেচনা করা হবে না। ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনুসৃত পাঠ্যসূচি অনুযায়ী হবে এবং প্রত্যেক প্রার্থীকে পদার্থ ও রসায়নসহ মোট ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের জন্য নম্বর  থাকবে ২৫।

বিজ্ঞাপন

তবে যেসব প্রার্থী উচ্চমাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছেন, তারা এসব বিষয়ে পরীক্ষা দেবেন। তবে কোনো প্রার্থী ইচ্ছা করলে শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন।

বিজ্ঞাপন

আবার যেসব প্রার্থী উচ্চমাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান ৪টি বিষয়ের মধ্যে (সর্বোচ্চ দুইটি) অধ্যয়ন করেনি, তাদের সেগুলোর পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিতে পারবে তবে পদার্থ, রসায়ন বাধ্যতামূলক। 

বিজ্ঞাপন

সাত কলেজগুলো হলো:

বিজ্ঞাপন

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, কবি নজরুল সরকারি কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD