নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: কাদের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩


নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: কাদের
ছবি: সংগৃহীত

সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।


শনিবার (১৭ জুন)  দুপুরে টঙ্গীতে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের টঙ্গী-চেরাগআলী সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। 


গোলাম রব্বানী নাদিকে পিটিয়ে হত্যার বিষয়ে দলের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে কাদের বলেন, “চেয়ারম্যান জড়িত হলে তার বিচার হবে। তাকে শাস্তির আওতায় আনা হবে। এ পর্যন্ত আমরা কাউকে রেহাই দেইনি।”


আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যা: অভিযুক্ত চেয়ারম্যান বাবু আটক


তিনি বলেন, “জড়িতকে জেলে ঢুকায় দিলে দলীয় ভাবে কী প্রবলেম দলীয়ভাবে আমি তাকে বরখাস্ত করলাম, অব্যাহতি দিলাম, তাতে সাংবাদিকের কী লাভ হবে, এটা হত্যার বিচার হলো? হত্যার বিচার হবে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেটাই প্রকৃত ব্যবস্থা।”


ওবায়দুল কাদের বলেন, “যদি দলীয় কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, যদি তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয়, তবে আওয়ামী লীগে তার কোনো পদ থাকবে না।”


জেবি/এসবি