জেলে পরিবারের ৩ মেধাবী শিক্ষার্থীকে ৭৫ হাজার টাকার চেক প্রদান


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩


জেলে পরিবারের ৩ মেধাবী শিক্ষার্থীকে ৭৫ হাজার টাকার চেক প্রদান
ছবি: জনবাণী

পটুয়াখালীর কলাপাড়ার ৭৮ জন সামুদ্রিক দরিদ্র  জেলেকে তিনটি গ্রুপে ২৬ টি ইলিশ শিকারের জাল বিতরন করা হয়েছে।


শনিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায়  উপজেলা পরিষদ হল রুমে  কলাপাড়া মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গ্রামের ২৬ টি দলের ৭৮ জেলেকে আনুষ্ঠানিক ভাবে ১৮ হাজার মিটার এ জাল বিতরণ করা হয়। 


উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সঞ্চালনায় জাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিববুর রহমান।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান,  ভাইরাস চেয়ারম্যান  শফিকুল আলম বাবুল, শাহিনা পারভীন সীমা। কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির প্রমুখ।


আরও পড়ুন:  জি–২০ বৈঠক: কাশ্মীরের ‘উন্নয়ন’ দেখাতে পটুয়াখালীর ছবি ব্যবহার


জাল বিতরণঅনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য মো. মহিববুর রহমান  জেলে পরিবারের মেধাবী তিন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তির প্রথম ধাপের ২৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকার চেক  তুলে দেয়া হয়।


জেবি/এসবি