মিরসরাইয়ে বজ্রপাতে মারা গেল কৃষকের কোরবানীর গরু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩


মিরসরাইয়ে বজ্রপাতে মারা গেল কৃষকের কোরবানীর গরু
ছবি: জনবাণী

মিরসরাইয়ে বজ্রপাতে কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। গরু দুটি আসন্ন কোরবানীর বাজারে বিক্রির উদ্দেশ্যে বছর ধরে লালন পালন করা হয়েছিল। 


শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের বানাতলি এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া গরু দুটির বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।


আরও পড়ুন: প্রবাসে গিয়ে ১ সপ্তাহের মধ্যে লাশ হলেন মিরসরাইয়ের নুরনবী


গরুর মালিক শামসুদ্দিন ও জসিম উদ্দিন জানান, গরু দুটি কোরবানির বাজারে বিক্রির জন্য মোটাতাজা করা হয়েছিল। শনিবার সকালে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে মাঠেই মারা যায়। মাঠেই পড়ে থাকে গরু দুটির নিথর দেহ। স্থানীয় উৎসুক জনতার ভিড় জমায় গরু দুটি দেখতে।


আরও পড়ুন: মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন


স্থানীয় ইউপি সদ্য মিজানুর রহমান দুঃখ প্রকাশ করে জানান, দরীদ্র দুই পরিবার অনেক আশা নিয়ে গরু দুটি লালন পালন করে মোটা তাজা করেন। আসন্ন কোরবানীর ঈদে বিক্রি করার কথা ছিল।


জেবি/এসবি