চাঁপাইনবাবগঞ্জে ১১ দফা দাবিতে প্রতিবন্ধীদের বিক্ষোভ সমাবেশ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩


চাঁপাইনবাবগঞ্জে ১১ দফা দাবিতে প্রতিবন্ধীদের বিক্ষোভ সমাবেশ
ছবি: জনবাণী

সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধীদের ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (১৮ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ। 


এরপর সেখানেই বিক্ষোভ সমাবেশ করে তারা। 


সমাবেশে ১১ দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডির জেলা সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি ফোরজিয়া শাহনাজ, সাবেক সভাপতি মুকুল হালদার, মাসুদ রানা, মুসা মিয়া সহ প্রতিবন্ধী সংগঠনের নেতা কর্মীরা।


আরও পড়ুন: কারিগরি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে: ডিসি গালিভ খাঁন


সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের আয়োজনে বিক্ষোভ সমাবেশ বক্তব্যে রেখে বলেছে, প্রতিবন্ধী ভাতা পাঁচ হাজার টাকা, দুই হাজার টাকা শিক্ষা ভাতা, আত্মকর্মসংস্থান তৈরি, চাকুরীতে কোটা প্রদান, চিকিৎসা ভাতা প্রদান সহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে প্রতিবন্ধী সমাজ।


জেবি/ আরএ্চ/