পঞ্চগড়ে বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্লিস প্রতিযোগিতা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩


পঞ্চগড়ে বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্লিস প্রতিযোগিতা
ছবি: জনবাণী

পঞ্চগড়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্লিস কম্পিটিশন আয়োজন করেছে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এসট প্রকল্পের আওতায় এ প্রতিযাগিতার আয়োজন করা হয়।


শনিবার সকালে কলেজের হলরুমে কম্পিটিশনের উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।


আরও পড়ুন: পঞ্চগড়ে ১ লাখ ৬০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে


পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন ডালির সভাপতিত্ব উদ্বাধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র অধ্যক্ষ আব্দুল হালিম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কাউন্সিলর লুৎফর রহমান ও আজাদ কম্পিউটারের পরিচালক জুনায়েদ হোসেন আজাদ।


জেবি/ আরএইচ/