লালমনিরহাটে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০০ পিএম, ১০ই আগস্ট ২০২৫

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) আ. ন. ম. নাজিম উদ্দীন।
স্বাগত বক্তব্য দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবদুল হাকিম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার।
কর্মশালায় স্থানীয় সরকারের উপপরিচালক রাজিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ারসহ জেলার খাদ্য ব্যবসায়ী, হোটেল-রেস্তোরাঁ মালিক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
প্রশাসনের কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চাকরির প্রলোভনে নেওয়া টাকা চাপের মুখে ফেরত দিলেন জামায়াত নেতা

কুড়িগ্রামে গৃহবধূকে অমানবিক নির্যাতনে মানববন্ধন ও সড়ক অবরোধ

কুড়িগ্রামের চরাঞ্চলে গবাদি পশু পালন স্বাবলম্বী হচ্ছে হাজারো পরিবার

ছয় বছরের শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎ বাবা
