ছয় বছরের শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎ বাবা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:২৬ পিএম, ১০ই আগস্ট ২০২৫


ছয় বছরের শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎ বাবা
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সৎ বাবার হাতে পুকুরে ফেলে হত্যাচেষ্টা থেকে প্রাণে বেঁচেছে ৬ বছরের শিশু তাসিন। 


শনিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত তারা মিয়ার ছেলে তাসিন তার মা ববিতা বেগমের সঙ্গে লালমনিরহাট সদরের সাপটানা এলাকার মুরাদ হোসেনের বাড়িতে থাকত। স্বামীর মৃত্যুর পর ববিতা গত ৬-৭ মাস আগে মুরাদকে বিয়ে করেন।


শনিবার সকালে বেড়াতে নেওয়ার কথা বলে মুরাদ মোটরসাইকেলে তাসিনকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাতের আঁধারে রাস্তার পাশের একটি পুকুরে ফেলে দেন। এ সময় বাজার থেকে ফেরার পথে ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম অটোরিকশার আলোয় শিশুটিকে পানিতে ডুবতে দেখে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।


পরে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে থানায় নেয়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট থানা পুলিশ।


আরএক্স/