গোপালগঞ্জে সড়কবাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেছেন পৌর মেয়র শেখ রকিব
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

গ্রীন হাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে গোপালগঞ্জে সৌর বিদ্যুৎতায়িত সড়কবাতি স্থাপন ও পরিবেশ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জুন) দুপুরে গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন প্রধান অতিথি হিসেবে পৌরসভার ৬নং ওয়ার্ডের থানাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপনের কাজের উদ্বোধন করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে এলজিইডির বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর সম্পন্ন
গোপালগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর আব্দুল জলিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাইফ পাওয়ারটেক এর প্রজেক্ট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পৌর সভার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জেবি/ আরএইচ