বাগেরহাটে হামলায় আ. লীগ নেতা নিহতের ঘটনায় গ্রেফতার দুই


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


বাগেরহাটে হামলায় আ. লীগ নেতা নিহতের ঘটনায় গ্রেফতার দুই
ফাইল ছবি

বাগেরহাটে ঘের করাকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হামলায় বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ আনারুল ইসলাম আনা (৪৫) নিহতের ঘটনায় এজাহার নামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 


সোমবার (১৯ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে মামলার ৩ ও ১০ নম্বর আসামীকে গ্রেফতার করা হয়।


এর আগে নিহত শেখ আনারুল ইসলাম আনার স্ত্রী মাফুজা বেগম বাদী হয়ে বাগেরহাট পৌর যুবলীগের সদস্য সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলকে প্রধান আসামি করে মোট ১৩ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ৫/৬ জনের নামে বাগেরহাট সদর থানায় এজাহার দায়ের করেন।


বিষয়টি নিশ্চিত করেন বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম।


গ্রেফতার আবু বক্কর সিদ্দিকী দড়াটানা ফেরিঘাট এরাকার আলী আকবরের ছেলে ও বৈটপুরের মৃত কাশেম বয়াতি ছেলে কালাম বয়াতি। তবে তিনি বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বসবাস করেন।


আরও পড়ুন: বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতা নিহত 


নিহত আওয়ামী লীগ নেতার ছোট ভাই শেখ বাচ্চু জানান, যুবলীগ নেতা মাদক কারবারি সোহেল হাওলাদার ওরফে কালা সোহেল আমাদের চিংড়ি ঘেরটি দখল করতে না পেয়ে আমার ভাই বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ আনারুল ইসলাম আনা’কে কুপিয়ে হত্যা করেছে। স্ত্রী, ছোট এক ছেলে ও এক মেয়ে রয়েছে আমার নিহত ভাইয়ের। পরিবারের একমাত্র উপার্যক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা এখন কোথায় যাবে। কালা সোহেলসহ কিলিং মিশনে অংশ নেয়া আমার ভাইয়ের সব খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই। 


গতকাল রবিবার (১৮ জুন) রাতে জানাজা শেষে বাড়ীর পাশে আওয়ামী লীগের নেতাকে দাফন করা হবে।


বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম ওরফে আনা’র উপর সন্ত্রাসী গ্রেফতারে বাগেরহাটের পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালু রয়েছে এজাহার নামীয় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলমান আছে আছে বলেও জানান এ কর্মকর্তা।


জেবি/ আরএইচ/