রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে যুবক নিহত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:১৭ পিএম, ১৯শে জুন ২০২৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৯ জুন) সকাল ১০ টায় উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এ ঘটনা ঘটে।
নিহত হলেন, উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিরাজ হোসেনের ছেলে ইমান হোসেন (১৮)।
আরও পড়ুন: নিজের বাবাকে ‘কক্সবাজারের বঙ্গবন্ধু’ দাবি করলেন উপজেলা চেয়ারম্যান
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সকাল ৮টার দিকে উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসও দের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপের মধ্যে ২০/২৫ রাউন্ড ফায়ার হয় । এ ঘটনায় ইমান হোসেন (১৮) আরএসও সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়। রোহিঙ্গারা তাদেরকে উদ্ধার করে ক্যাম্পের আই এম ও হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ইমান হোসেন মারা যান।
নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয় বলে ওসি জানায়।
জেবি/ আরএইচ/