টেকনাফে মানবপাচার চক্রের হোতা আরিফ গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


টেকনাফে মানবপাচার চক্রের হোতা আরিফ গ্রেফতার
ছবি: র‌্যাব ১৫ মিডিয়া উইং

কক্সবাজারের টেকনাফে মানবপাচার ও অপহরণ করে মুক্তিপণ আদায়কারি একটি চক্রের মূলহোতা আরিফুল ইসলাম (৪৬) কে গ্রেফতার করেছে র‌্যাব ১৫।


রবিরার (১৯ জুন) মধ্যরাতে টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার আরিফুল ইসলাম ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মানবপাচার আইনে ৩ টি, অপহরণ করে মুক্তিপণ আদায়ের ২ টিসহ একাধিক মামলা রয়েছে।


র‌্যাব জানিয়েছেন, আরিফুল ইসলাম টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. ফারুকের ভাই। ফারুক মেম্বারের ছত্রছায়ায় আরিফ এলাকায় ভয়ংকর মানবপাচার ও অপহরণ সিন্ডিকেট গড়ে তোলাসহ স্থানীয় কিশোর গ্যাং তৈরি করে এলাকার মানুষকে জিম্মি করে রাখে।


আরও পড়ুন: টেকনাফে হাতের কব্জি বিচ্ছিন্ন করে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি


কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানিয়েছেন, নতুন পল্লানপাড়ার বৈদ্যঘোনা পাহাড়ী এলাকায় আস্তানা করে আরিফ স্থানীয় বাঙালী ও রোহিঙ্গাদের জিম্মি করে বিভিন্ন অংকের টাকার বিনিময়ে মিয়ানমার ও মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায় করেছে আসছে। তাকে গ্রেফতারের পর টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।


টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানিয়েছেন, আরিফকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।


জেবি/ আরএইচ/