পুলিশি নির্যাতনে নিহত উজির মিয়ার জানাজা সম্পন্ন, সর্বোচ্চ বিচারের দাবি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন বাগেরকোনা গ্রামের উজির মিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে তিন সদস্যের মেডিকেল টিম নিহত উজির মিয়ার ময়নাতদন্ত করেন।
পরে বিকেল ৩ টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে বাগেরকোনা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় মৃত উজির মিয়ার স্বজনরা পুলিশের বিরুদ্ধে মামলা দায়েয়ের প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, গত বুধবার ৯ ফেব্রুয়ারি রাতে একটি গরু চুরির মামলার সন্দেহ জনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। ২১ ফেব্রুয়ারি উজির মিয়া নিজ বাড়িতে অসুস্থতা আরও বাড়লে স্থানীয় কৈতক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে গতকাল (২১ ফেব্রুয়ারি) বিকেলে নিহত উজির মিয়ার স্বজনরা পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ করে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের সু-বিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।
জানাজা শুরুর আগে উজির মিয়া হত্যার সুবিচারের দাবি রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলার সদর আওয়ামীলীগের সভাপতি হাজি আবুল কালাম, শান্তিগঞ্জ আওয়ামিলীগ এর সভাপতি হাজি আব্দুল হেকিম, সহকারী পুলিস সুপার (এএসপি) শুভাশিস ধর, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মুক্তাদির হোসেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কেন্দ্রীয় যুব দলের সহ-সভাপতি আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের রাজনৈতিক সহকারি মো. হাসনাত হোসেন, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, তাঁতী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এসএ/