ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প
ছবি: জনবাণী

দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের দিনব্যাপী চক্ষু বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩০০ জন রোগীকে ফ্রি চক্ষু সেবা প্রদানসহ ৪০ জন ছানী রোগীকে বিনামূল্য অপারেশনের ব্যবস্থা করা হয়।


সোমবার (১৯ জুন) বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের আওতায় ও মরিয়মপুর চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায় একযোগে পালশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ও  ওসমানপুর প্রসপারিটি প্রকল্প ইউনিট অফিসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: ঘোড়াঘাটে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন, প্রসপারিটি প্রকল্পের রিজিনাল ম্যানেজার রবিউল আওয়াল। 


উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রকল্পের এরিয়া ম্যানেজার আব্দুল ওহাব, প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, মরিয়ম চক্ষু হাসপাতালের ডিজিএম মো. জাকির হোসেন, সিনিয়র মেডিকেল  অফিসার ডা. মো. মুরাদ ইবনে হাফিজ, প্রকল্পের কারিগরি কর্মকর্তা পুষ্টি মেহেদী হাসান এবং লাইভলিহুড শাহিন মিয়া, শাখা ব্যাবস্থাপক ফরিদুল ইসলাম, আমিনুল ইসলাম, সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি মো. ফারুক হোসেন প্রমুখ।


জেবি/ আরএইচ