বাউফলে সিলিন্ডার বিস্ফোরণে আহত ২


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


বাউফলে সিলিন্ডার বিস্ফোরণে আহত ২
প্রতীকী ছবি

পটুয়াখালী বাউফলের বগা ইউনিয়নের বগা বন্দরের ইউনিক কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন হাওলাদার ওয়ার্কশপে সিলিন্ডার বিস্ফোরণে ওই ওয়ার্কশপের মালিক সোহাগ হাওলাদার (৩০) ও মিস্ত্রী লিটন (৩৬) দগ্ধ হয়েছে। 


সোমবার (১৯ জুন) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।


আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪


আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান জানান, ঘটনার সময় ওই ওয়ার্কশপের মিস্ত্রী লিটন ঝালাই কাজ করার সময় বিকট শব্দে সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এ সময় সোহাগ ও লিটন দগ্ধ হয়। গ্যাস সিলিন্ডারের লোহার পাতগুলো টুকরো টুকরো হয়ে ওয়ার্কশপের দেয়াল ভেঙ্গে পাশের ডায়াগনস্টিক সেন্টারের কয়েকটি থাই জানালার গ্লাসে আঘাত হানে।


জেবি/ আরএইচ/