শাবিপ্রবির ১০ শিক্ষার্থীকে বহিষ্কার


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


শাবিপ্রবির ১০ শিক্ষার্থীকে বহিষ্কার
ফাইল ছবিশাবিপ্রবির

ক্যাম্পাসে শৃঙ্খলা ভঙ্গসহ নানাবিধ অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১০ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।


সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ২২৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।


আরও পড়ুন: ইবি কোষাধ্যক্ষের আকস্মিক অফিস পরিদর্শন


তিনি জানান, “ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গুলশান আহমেদকে এবং একই বিভাগের একই বর্ষের সালমা আক্তার বিথী নামের আরেক শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে দুই বছরের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”


আরও পড়ুন: সিআরসির আয়োজনে ইবিতে ফল উৎসব


উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আরও বলেন, “এছাড়া অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের ৫ জন, ২০২০-২১ সেশনের১ জন, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ১ জন, রসায়ন বিভাগের ১জন শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য একটা করে কোর্স বাতিল করা হয়েছে।”


জেবি/এসবি