বিরামপুরে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩


বিরামপুরে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ
ছবি: জনবাণী

দিনাজপুরের বিরামপুরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর সহযোগিতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টার দিকে উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদৈত্য কুমার ঘোষ অপু, বিজুল কামিল মাদ্রাসা অধ্যক্ষ নূরুল ইসলাম, বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেজবাউল হক, কাটলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমম্বিত উপবৃত্তির প্রোগ্রামার রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আরমান হোসেন প্রমুখ।


আরও পড়ুন: বিরামপুরে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পার্বতীপুর


উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন বলেন, শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগ সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করাই এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণের মূল লক্ষ্য। আপনারা প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমম্বিত উপবৃত্তির সঠিকভাবে বাস্তবায়ন করবেন। তাহলেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সফল হবে।


এ সময় উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েণ্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠানে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, কাটলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের এনামুল হক, বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ উপেজেলার সকল স্কুল-কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার ও কম্পিউটার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


জেবি/ আরএইচ/