পাঁচ ভাইয়ের পর না ফেরার দেশে রক্তিম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যান চাপায় আহত রক্তিম শীল। চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২শে ফেব্রুয়ারি) সকালে মারা যান তিনি। এনিয়ে মর্মান্তিক ওই ঘটনায় ছয় ভাইয়েরই মৃত্যু হলো।
গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় বাবার মৃত্যু পরবর্তী ধর্মীয় আচার শেষে বাড়ি ফেরার জন্য রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা নয় ভাইবোনকে চাপা দেয় একটি পিকআপ ভ্যান। এতে ওইদিনই পাঁচ ভাই নিহত হন। গুরুতর আহত হন তিনজন। এর মধ্যে রক্তিম শীলের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে আইসিইউ’র শয্যা খালি না থাকায় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে তার চিকিৎসা শুরু হয়। কিন্তু খরচ বহন করতে না পেরে তাকে স্থানান্তর করা হয় চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউ’তে। জেনারেল হাসপাতালে কয়েকদিন চিকিৎসা চলে। পরে ১৩ ফেব্রুয়ারি আবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চমেকের আইসিইউতে তার চিকিৎসা চলে।
এসএ/