সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচার দাবিতে কয়রায় মানববন্ধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩


সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচার দাবিতে কয়রায় মানববন্ধন
ছবি: জনবাণী

সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদ ও দক্ষিণাঞ্চলের ১৪ জন সাংবাদিক হত্যার বিচারের দাবিতে খুলনার কয়রা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২০ জুন) দুপুরে কয়রা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, সদর উদ্দীন আহমেদ, মোস্তফা শফিকুল ইসলাম, মো. হুমায়ুন কবির, ইমতিয়াজ উদ্দিন, শেখ সিরাজুদৌল্যাহ লিংকন, কামাল হোসেন, ওবায়দুল কবির সম্রাট, মো. শাজাহান সিরাজ, মো. তারিক লিটু এছাড়া আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলার বিভিন্ন পর্যায়ে সাংবাদিকবৃন্দ। 


আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে সদরপুরে মানববন্ধন


মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। সেই ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক নাদিমকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে তিনি সহ তার লোকজন। আসামিরা দ্রুত গ্রেফতার হয়েছে এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে জড়িতদের অবিলম্বে ফাঁসির দাবি জানান বক্তারা। 

এ ছাড়া দক্ষিনাঞ্চলের যে সকল সাংবাদিককে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়।


জেবি/ আরএইচ