বালুর নিচে মিলল ৫২ বস্তা চিনি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৫ পিএম, ২১শে জুন ২০২৩


বালুর নিচে  মিলল ৫২ বস্তা চিনি
ফাইল ছবি

শেরপুর পৌর এলাকায় বালুর চিনে মিলেছে ৫২ বস্তা চিনি। প্রতি বস্তায় ৫০ কেজি ওজনের ৫২ বস্তা চিনি উদ্ধার করা হয়। এসব বস্তাতে মোট ২ হাজার ৬০০ কেজি চিনি রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা।


মঙ্গলবার (২০ জুন) পৌরভার দমদমা কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই চিনি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


স্থানীয়রা জানান, দমদমা কালীগঞ্জ এলাকায় অজ্ঞাতনামা কোনো ব্যবসায়ী অবৈধভাবে চিনি মজুত করে রেখেছেন-এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে সদর থানার পুলিশ অভিযান চালায়। এ সময় ৫২ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে।


আরও পড়ুন: শেরপুরে পূজা মণ্ডপে পদ্মা সেতু


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে চিনি উদ্ধার করে থানায় আনা হয়েছে। চিনির মূল্য বৃদ্ধির কথা শুনে কোনো ব্যবসায়ী এখানে মজুদ করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ চিনির বিষয়ে আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


জেবি/এসবি