বেহাল সড়কে অগ্নিনির্বাপণে দেরির আশঙ্কায় জনবাণীতে সংবাদ প্রকাশে সংস্কার কার্যক্রম শুরু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ১৩ই আগস্ট ২০২৫

গাজীপুর মহানগরের কাশিমপুর থেকে জিরানি প্রায় ৭ কিলোমিটার আঞ্চলিক সড়কের সংস্কারের কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন।
বুধবার (১৩ আগস্ট) কাশিমপুর থেকে জিরানি আঞ্চলিক সড়কের সংস্কারের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকায় অবস্থিত সারাবো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর মেইন গেইট থেকে সংস্কারের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, কাশিমপুর থেকে জিরানি আঞ্চলিক সড়কটি বিভিন্ন জায়গায় খানাখন্দ,ভাঙাচোরা ঝুঁকিপূর্ণ এ সড়ক নিয়ে জাতীয় দৈনিক জনবাণী পত্রিকায় সংবাদ প্রকাশের পর আজ ১৩ই আগষ্ট সংস্কারের কাজ শুরু করায় জাতীয় দৈনিক জনবাণী কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিটি কর্পোরেশনের প্রতি তাদের দাবি অতি দ্রুত সড়কের কাজ সম্পন্ন করার জন্য।
এ বিষয় জানতে চাইলে সারাবো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, প্রধান গেইটের সামনের অংশ দীর্ঘদিন ধরে মরণফাঁদে পরিণত হয়েছিল। জরুরি মুহূর্তে বের হতে গিয়ে খানাখন্দ ও ভাঙাচোরা রাস্তায় গাড়ি উল্টে যাওয়ার আশঙ্কায় ছিলাম ফলে অগ্নিনির্বাপণে দেরির ঝুঁকি বেড়ে যেত।
জনবাণীতে সংবাদ প্রকাশের পর আজ আমাদের স্টেশনের মেইন গেইটের সামনের সড়কটির সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় জাতীয় দৈনিক জনবাণী কতৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানান, কাশিমপুর থেকে জিরানি ৭ কিলোমিটার যে আঞ্চলিক সড়ক রয়েছে সেটি সংস্কারের কার্যক্রম শুরু হয়েছে এবং তা অতি দ্রুত আমরা শেষ করার চেষ্টা করব বলে জানান তারা।
এসডি/