শরীয়তপুরে পাঁচ বেকারিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১১ পিএম, ১২ই আগস্ট ২০২৫


শরীয়তপুরে পাঁচ বেকারিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি।

শরীয়তপুরের সদর উপজেলার বিসিক শিল্প এলাকায় নিরাপদ খাদ্য আইন অমান্যের দায়ে পাঁচটি বেকারিকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে সমন্বিত মোবাইল কোর্ট।


মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন। উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য্য, জেলা পুলিশের সদস্য এবং আনসার দল।


মোবাইল কোর্টে ‘দেশ ফুড প্রোডাক্টস’ বেকারিকে ৫০ হাজার টাকা, ‘নিউ বেঙ্গল বেকারী’কে ২৫ হাজার টাকা, ‘হাজী ফুড প্রোডাক্টস’কে ২০ হাজার টাকা, ‘ফেমাস বেকারী’কে ১৫ হাজার টাকা এবং ‘ভাই ভাই ফুড প্রোডাক্টস’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য্য বলেন, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ,অনুমোদনহীন রং ও ফ্লেভার ব্যবহার,ঢাকনাযুক্ত ডাস্টবিনের অনুপস্থিতি,পণ্যের নিবন্ধন না থাকা,সঠিকভাবে মোড়কীকরণ না করা,উন্মুক্ত অবস্থায় ফ্লোর ও টেবিলে খাদ্যপণ্য রাখা, খাদ্য কর্মীদের স্বাস্থ্যবিধি না মানায় তাদেরকে জরিমানা করা হয়েছে।


সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


এসডি/