ফেসবুকে ‘চুদলিং পং’ কমেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শহিদুল ইসলাম নামের এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য। তিনি ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম ‘চুদলিং পং’ লিখে কমেন্ট করেন। এ কমেন্টকে কেন্দ্র করে রাত ১১টার দিকে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এরপর রাত ২টার দিকে উভয় পক্ষ পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। গুলিবিদ্ধ শহিদুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া উভয় পক্ষের আরও ৪ জন আহত হয়েছেন, যারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন: নিমিষেই ৩৫ দোকান পুড়ে ছাই
বিজ্ঞাপন
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, ফেসবুক পোস্টের কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন। উভয় পক্ষের বিরুদ্ধে মামলা করা হবে।








