নিমিষেই ৩৫ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জ শহরে নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটে ৩৫টি দোকান আগুনে পুড়ে গেছে।
বিজ্ঞাপন
শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টায় নগরীর নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটের হোসিয়ারি ও বডি নিটিংয়ের দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই সূত্রপাত হতে পারে। আগুনে মার্কেটের প্রায় ৩৫টি হোসিয়ারি (ছোটো) কারখানা ও বডি নিটিং দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ৩৫টি দোকান পুড়েছে প্রায় ৩ কোটি টাকা মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে এদিক প্রায় ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়।
আরিফিন বলেন, আগুন লাগার স্থানটিতে যাতায়াতের সড়কটি প্রসস্থ না হওয়ায় গাড়ি প্রবেশ করতে পারেনি। এছাড়া পানিরও সংকট ছিল। আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের।








