Logo

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৬
23Shares
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
জনবাণী ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে টঙ্গী পশ্চিম থানার বাটা গেট এলাকায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের সিঁড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে কর্মস্থল কেরানীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে মধুমিতা এলাকার বাসা থেকে বের হন সিদ্দিকুর। পরে ফ্লাইওভারে ওঠার সিঁড়িতেই ছিনতাইকারীরা তাকে ধরে ফেলে। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তিনি নিজেই ফ্লাইওভার থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত সিদ্দিকুর রহমান বরিশালের বাবুগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোডের ‘আপন নীড়’ এলাকায় পরিবারসহ বসবাস করতেন। পেশায় তিনি ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎ ট্রান্সমিটার বিভাগের কর্মী ছিলেন।

এ ঘটনায় ইতোমধ্যেই আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের কমিশনার মো. মহিউদ্দীন আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। খুব দ্রুতই ঘাতকদের আইনের আওতায় আনা হবে।

স্থানীয়দের অভিযোগ, বিআরটি প্রকল্প এলাকায় এর আগে একই ধরনের ঘটনা ঘটেছে। বিআরটি প্রকল্প এলাকা সহ ছিনতাইয়ের ‘হট জোন’ গুলোতে সকাল–সন্ধ্যায় বাড়তি টহল দেওয়ার দাবি জানান তারা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD