Logo

আগুনে ঘেরা ব্যাডমিন্টন কোর্ট, বাইক পুড়িয়ে জন্মদিন উদযাপন

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৮ ডিসেম্বর, ২০২৫, ১৭:৫০
12Shares
আগুনে ঘেরা ব্যাডমিন্টন কোর্ট, বাইক পুড়িয়ে জন্মদিন উদযাপন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে জন্মদিন উপলক্ষে ভিডিও কনটেন্ট তৈরি করতে গিয়ে নিজের মোটরসাইকেল আগুনে পুড়িয়ে ফেলেছেন শাহ আজম নামে এক যুবক।

বিজ্ঞাপন

রবিবার (৭ ডিসেম্বর) রাতে হ্নীলা এলাকার একটি ব্যাডমিন্টন কোর্টে ঘটে এই অস্বাভাবিক ঘটনাটি। তবে আগুন লাগার সময় পাশে থাকা কেউ হতাহত হয়নি।

স্থানীয়ভাবে ‘আজম সরকার’ নামে পরিচিত শাহ আজম ইউপি সদস্য মোহাম্মদ জামাল হোসেনের ছেলে। তিনি ২০১৯ সালে আত্মসমর্পণ করা টেকনাফের ১০২ মাদক কারবারির তালিকায় ছিলেন। দুই বছর কারাভোগের পর মুক্তি পেলেও ২০২১ সালে ইয়াবাসহ পুনরায় গ্রেপ্তার হন।

বিজ্ঞাপন

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেলিম নামে এক ব্যক্তি মোটরসাইকেলে পেট্রোল ঢালছেন, আর তার পাশে আগুনের মশাল হাতে দাঁড়িয়ে আছেন শাহ আজম। পেট্রোল ছিটানোর পরপরই কোর্টজুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং মোটরসাইকেলটি দাউদাউ করে জ্বলতে থাকে। কিছু যুবকের পানি ও বালু ছুড়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা দৃশ্যেও ধরা পড়ে। জন্মদিনের আয়োজন হিসেবে কোর্টের মেঝেতে আগুন দিয়ে ‘থার্টি ইয়ার্স’ শব্দটিও তৈরি করা হয়েছিল।

পরবর্তীতে ভিডিও বার্তায় শাহ আজম দাবি করেন, ঘটনাটি ‘ভুলক্রমে’ ঘটে গেছে এবং এমন ঝুঁকিপূর্ণ ভিডিও তৈরির প্রবণতা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘থটস অফ বিল্লাল’ পেজের জন্য কনটেন্ট ক্রিয়েটর বেলাল হোসেন পুরো ঘটনার ভিডিও ধারণ করছিলেন। আরেক কনটেন্ট ক্রিয়েটর লোকমান বলেন, এমন ভিডিও বানাতে গিয়ে জীবনের ঝুঁকি নিতেই অভ্যস্ত এই গ্রুপ, এবং অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

বিজ্ঞাপন

শাহ আজম সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মানবিক কর্মকাণ্ডসহ নানা ভিডিও প্রকাশ করেন। তার ফেসবুকে ১ লাখ ২৪ হাজার অনুসারী রয়েছে, পাশাপাশি রয়েছে একটি ইউটিউব চ্যানেলও।

এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, খোলা জায়গায় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন সৃষ্টি করা আইনত অপরাধ। শীতের মৌসুমে এমন আগুন বড় ধরনের ক্ষতির কারণ হতে পারতো বলেও সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, শাহ আজমের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২৮ নভেম্বর ময়মনসিংহে ভিডিও কনটেন্ট বানাতে গিয়ে আল আমিন নামে এক কনটেন্ট ক্রিয়েটর অগ্নিদগ্ধ হন এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

আগুনে ঘেরা ব্যাডমিন্টন কোর্ট, বাইক পুড়িয়ে জন্মদিন উদযাপন