Logo

রাজশাহীতে এনসিপিকে জড়িয়ে নোংরামি করা হচ্ছে: নাহিদুল ইসলাম সাজু

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
৮ ডিসেম্বর, ২০২৫, ২২:৪২
14Shares
রাজশাহীতে এনসিপিকে জড়িয়ে নোংরামি করা হচ্ছে: নাহিদুল ইসলাম সাজু
ছবি: সংগৃহীত

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চলমান ও উদ্ভূত অস্থিরতা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে দলটির রাজশাহী জেলা শাখা।

বিজ্ঞাপন

সোমবার (০৮ ডিসেম্বর) দুপুর ২টা ৩০মিনিটের দিকে নগরীর সিএনবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু। সাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার সাবেক আহ্বায়ক।

সংবাদ সম্মেলন তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টি রাজশাহীতে প্রতিষ্ঠিত বা পরিচিত হয়নি অন্য কারও মাধ্যমে। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য কর্মীর শ্রম, ঘাম ও ত্যাগের মধ্য দিয়েই এ সংগঠন দাঁড়িয়েছে। দলটিকে সামনে রেখে নোংরামি বন্ধ করুন। অন্যথায় সেই কালো শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে, রাজশাহী থেকে বিতাড়িত করা হবে।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে আরও বলেন, ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাজশাহীতে এনসিপিকে জড়িয়ে নোংরামি করা হচ্ছে। এটি আর বরদাশত করা হবে না। এখনো বাংলাদেশে পরিশ্রমীদের যথাযথ মূল্যায়ন করা হয় না। সঠিক মূল্যায়ন হলে সংগঠনটি এখন আরও সুসংগঠিত অবস্থায় থাকতো।

নাহিদুল ইসলাম সাজু বলেন, পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও পড়তে পারিনি। ক্রসফায়ারের আসামির মতো পরিস্থিতিও মোকাবিলা করেছি। এরপরও শুধু বয়সের কারণে আমাকে পিছিয়ে দেওয়া হয়েছে। তবুও দলের স্বার্থে সব মেনে নিয়েছি।

তিনি প্রশ্ন তুলে বলেন, যোগ্যতার মূল্যায়ন কি শুধু বয়সভিত্তিক হওয়া উচিত? উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, যদি বয়সই যোগ্যতার মাপকাঠি হতো, তাহলে তো নাহিদ ইসলাম ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেত না। রাজশাহীতে মাঠের রাজনীতি ও রাজপথের কর্মীরা অবমূল্যায়িত হচ্ছেন, বরং যারা ব্যক্তিস্বার্থে রাজনীতি করেন, তারা আজ যোগ্য বিবেচিত হচ্ছেন। এ সময় এনসিপির জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় কমিটির প্রতি দাবি

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলার নেতারা কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ জানান— যোগ্যতার ভিত্তিতে রাজশাহী জেলা কমিটিকে পুনর্মূল্যায়ন এবং বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করা হোক। তারা সতর্ক করে বলেন, ব্যক্তিস্বার্থে দলটিকে ধ্বংস করবেন না। আমরা তরুণরা রাজশাহীতে এনসিপি নিয়ে সম্ভাবনা দেখি। প্রয়োজনে আমাদের ছুটি দিন, কিন্তু কোনো কালো শক্তি, লোভ বা ক্ষমতার কারণে আমরা আমাদের আদর্শ বিসর্জন দেব না।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

রাজশাহীতে এনসিপিকে জড়িয়ে নোংরামি করা হচ্ছে: নাহিদুল ইসলাম সাজু