Logo

রাজশাহীতে শিক্ষার্থীদের অবরোধে আটকা ৬ ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২৩ নভেম্বর, ২০২৫, ২০:১১
12Shares
রাজশাহীতে শিক্ষার্থীদের অবরোধে আটকা ৬ ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে ছয়টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের সিডিউল বিপর্যয় ও চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তারা বিভিন্ন স্লোগান দেন ও দাবি জানান—৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর পাশাপাশি পুলিশের সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক আচরণের প্রতিবাদে রেললাইন অবরোধ করা হয়েছে।

বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন, তবে তারা রেললাইন থেকে সরে যাননি।

বিজ্ঞাপন

পশ্চিমাঞ্চল রেলের চিফ অপারেটিং কর্মকর্তা আহসানুল্লাহ ভূঁইয়া জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনটি ট্রেন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরও তিনটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী মাহবুব আলম বলেন, আমরা এর আগে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আজ পুনরায় আন্দোলনে নামলাম।

রাজশাহী-খুলনার মধ্যে চলাচল করা কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-ফরিদপুরের টুঙ্গিপাড়া এক্সপ্রেস, রাজশাহী-ঢাকার পদ্মা এক্সপ্রেস রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস, খুলনা থেকে আসা সাগরদাড়ি এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

বিজ্ঞাপন

রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীরা প্ল্যাটফর্মে ও ট্রেনের সিটে বসে সময় কাটাচ্ছেন। তারা জানান, নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ভ্রমণ পরিকল্পনায় ভোগান্তি হচ্ছে। অনেক যাত্রী টিকিট ফেরত দিয়ে বাসে যাত্রা করেছেন।

আহসানুল্লাহ ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বর্তমানে ছয়টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের সিডিউল মেলানো আজকের দিনে সম্ভব নয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD